বিএনপিকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনে অংশ নিয়ে কমিশনের পরীক্ষা নেয়া উচিত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন আলমগীর। এসময় তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো শোডাউন দেয়া যাবে। একসাথে পাঁচ জনের অধিক বেশি মানুষ নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে যাওয়া যাবে না বলেও স্পষ্ট জানান তিনি।
তিনি বলেন, কমিশনের প্রতি আস্থাহীনতা নয়, বরং রাজনৈতিক কৌশলের কারণে বিএনপিসহ কোনো কোন দল প্রার্থী ঘোষণা দেয়নি। এনিয়ে কমিশনের কোনো বক্তব্য নেই। কমিশন এখন পর্যন্ত ভালো করে যাচ্ছে। বিএনপির উচিত ভোটে অংশ নিয়ে কমিশনের পরীক্ষা নেয়া।
Leave a Reply