পাথরঘাটায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।
আজ ২৫ এপ্রিল, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পাথরঘাটা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের উপাস্থিতিতে তাদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরগুনা জেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মোঃ ফিরোজ আবদুল্লা ( যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা),এডভোকেট মুরাদ খান (সহ সাংগঠনিক সম্পাদক), এডভোকেট খান মোঃ জহিরুল ইসলাম ( সহ আইন বিষয়ক সম্পাদক) নির্বাচিত হওয়ায় পাথরঘাটা উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান জাহিদ হোসেন মোল্লা, সভাপতি, জেলা যুবদল, বরগুনা। জাবেদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক, জেলা যুবদল, বরগুনা। আহসান হাবিব সপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা যুবদল বরগুনা।
এবং পাথরঘাটা উপজেলা ও পৌর যুবদলের সভাপতি, সম্পাদক সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মোঃ লিটন আহমেদ, পাথরঘাটা উপজেলা যুবদলের আহবায়কের সভাপতিত্বে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply