1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
আজ থেকে কোচিং সেন্টার বন্ধ - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

আজ থেকে কোচিং সেন্টার বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁস রোধে আজ থেকে আগামী ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এর আগে, এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেছেন।

সংবাদ সম্মেলনে এবার পরীক্ষা চলাকালীন ২৬ মে থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হবে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।

পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষা কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যাবহার করতে পারবেন (তবে ছবি তোলা যায় না এমন ফোন)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার