1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
একবার ইন্টারনেট কিনলেই চলবে ১০ থেকে ৩০ বছর - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

একবার ইন্টারনেট কিনলেই চলবে ১০ থেকে ৩০ বছর

  • প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

তিনদিন, সাতদিন, ৩০ দিনের মতো এবার ১০ থেকে ৩০ বছর মেয়াদি ইন্টারনেট প্যাকেজ নিয়ে এলো দেশের মোবাইল ফোন অপারেটরগুলো। ফলে মাত্র একবার এসব প্যাকেজের যেকোনো একটি কিনে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ১০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত।
অপারেটর ভেদে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে (রিচার্জ করে) দীর্ঘ মেয়াদে প্যাকেজগুলো ব্যবহার করা যাবে।

মঙ্গলবার রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান।

দেশের মোবাইল অপারেটরগুলোর ১০ বছর থেকে ৩০ বছর মেয়াদি ইন্টারনেট প্যাক
দেশের মোবাইল অপারেটরগুলোর ১০ বছর থেকে ৩০ বছর মেয়াদি ইন্টারনেট প্যাক

পোস্টে প্যাকেজগুলোর ছবি দিয়ে তিনি লেখেন, ‘সকল অপারেটরের বিদ্যমান ডাটা প্যাক: সুদীর্ঘ সময়ের জন্য-আমরা এটাকে সীমাহীন বলি।’

জানা গেছে, রবি ৩০ বছরের জন্য ৩টি প্যাকেজ, টেলিটক ১৩ বছরের জন্য ২টি প্যাকেজ, বাংলালিংক এবং গ্রামীণফোন যথাক্রমে ১০ বছরের জন্য দুটি করে প্যাকেজ অফার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার