1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পিএসজিতে থাকতে যে শর্ত দিলেন মেসি - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

পিএসজিতে থাকতে যে শর্ত দিলেন মেসি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

চলতি মৌসুম শেষে প্যারিস সেইন্ট জার্মেইনেই (পিএসজি) থাকছেন নাকি নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন লিওনেল মেসি, সেটি সময় বলবে। অবশ্য মেসিকে ধরে রাখতে সবধরনের চেষ্টায় অব্যাহত রেখেছে ফরাসি ক্লাবটি। কিন্তু কিছু ব্যাপারে মেসির সঙ্গে মিলছে না পিএসজির। এজন্য নাকি নতুন চুক্তির দিকেও এগোতে চাচ্ছে না আর্জেন্টাইন তারকা।
পিএসজির সঙ্গে লুকোচুরির মাঝেই মেসির নতুন ক্লাবে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। তবে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তিনি।

এদিকে ফরাসি পত্রিকা লা পেরিসিয়েন জানাচ্ছে, নতুন চুক্তিতে মেসি যে বেতন চেয়েছেন, সেটিই নাকি দিতে চাচ্ছে না পিএসজি।

লা পেরিসিয়েন জানাচ্ছে, ‘মঙ্গলবার মেসির বাবা জর্জ মেসি (মেসির এজেন্ট) পিএসজিকে জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপ জয়ের ব্যাপারটি নতুন চুক্তির সময় মাথায় নেওয়া উচিত। বিশ্বকাপজয়ী মেসির জন্য তিনি বেতন বাড়ানোর কথাই বলেছেন।’

এদিকে পিএসজি মেসির বেতন বাড়াতে চায় না। গত দুই মৌসুমে যে বেতনে মেসি খেলেছেন, তারা রাখতে চায় সেটিই। পত্রিকাটি জানিয়েছে, ঠিক এই জায়গাতেই আটকে আছে পিএসজি ও মেসির চুক্তি নবায়নের সব আলোচনা।

এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের অকল্পনীয় এক প্রস্তাব দিয়েছে মেসিকে। যেটি গ্রহণ করলে অনায়াসেই মেসি পরিণত হবেন খেলাধুলার ইতিহাসেরই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার