আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বৃহস্পতিবার শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
নতুন রাষ্ট্রপতি সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, তিনি একজন খাঁটি বাঙালি ও বিচক্ষণ ব্যক্তি। কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন তিনি।
সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিকভাবে আমাদের অবস্থান আগের মতোই কঠোর থাকবে। এ ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply