1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১২ - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন

ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১২

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে গত দুইমাসের মধ্যে সবচেয়ে বড় এই হামলা চালায় মস্কো। রাশিয়া এমন সময় ক্ষেপণাস্ত্র হামলা চালালো যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিলো কিয়েভ।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোররাতে মানুষ যখন ঘুমাচ্ছিলেন তখন মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো।

এর মধ্যে ইউক্রেনের মধ্যঞ্চলীয় শহর উমানের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এসময় ১০ জন মানুষ নিহত ও ১৭ জন আহত হয়।
অন্যদিকে দানিপ্রো শহরের একটি আবাসিক বাড়িতে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এ সময় বাড়িতে থাকা দুই বছরের এক শিশু ও তার মা প্রাণ হারান।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে কিয়েভ। এক টেলিগ্রাম পোস্টে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার এই হামলার যথাযথ জবাব দিতে হবে ইউক্রেন ও সারা বিশ্বকে।

গতকাল রাশিয়ার এই হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা জানা যায়নি তবে প্রায়শই বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে দেশটি। যদিও মস্কোর দাবি, কোন বেসামরিক নাগরিককে হামলার লক্ষ্য মনে করে না রাশিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার