আজ ২৯ এপ্রিল, শনিবার আনুমানিক দুপুর ২টা ২০মিনিটি এর সময় আকাশের বজ্রপাতে মোসা: হোসনেআরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।
মৃত্যু হোসেনেআরা বেগম, পিরোজপুর জেলা, মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর নিবাসী মোঃ আব্দুস সালাম খলিফার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাল সংগ্রহের জন্য মাঠে যায় হোসনেআরা বেগম, এ সময় আকাশের বজ্রপাত তার উপরে পরে এবং তার মৃত্যু হয়।
Leave a Reply