আজ ২৯ এপ্রিল, শনিবার আনুমানিক ২টার সময় আকাশের বজ্রপাতে খলিলুর মৃধা নামে একজনের মৃত্যু হয়।
মৃত্যু খলিলুর মৃধা (৫০) পাথরঘাটা উপজেলার, চরদুয়ানী ইউনিয়নের , ৮ নং তাফালবাড়িয়া গ্রামের মৃত্যু লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিলুর মৃধা তাফালবাড়িয়া ০৮ ওয়ার্ডে তার নিজ জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
Leave a Reply