1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটা,মঠবাড়িয়া সহ সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

পাথরঘাটা,মঠবাড়িয়া সহ সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী বিভাগেই প্রাণ হারিয়েছেন ৬ জন। শনিবার পৃথক সময়ে দেশের বিভিন্ন জেলায় এসব প্রাণহানি ঘটে।
এর মধ্যে পাবনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এনামুল হক, সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামাণিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম ও একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামের মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম।

এছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নাছির শেখের ছেলে আব্দুল মালেক ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলাইমান শেখ। পাশাপাশি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে লোকমান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে যশোরের চৌগাছায় বজ্রপাতে বছির উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে হোসনে আরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে মিজু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে খলিলুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ধানক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার