1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
তত্ত্বাবধায়ক ইস্যুতে বি‌দে‌শি কোনো চাপ নেই: ওবায়দুল কাদের - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক ইস্যুতে বি‌দে‌শি কোনো চাপ নেই: ওবায়দুল কাদের

  • প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো দেশের পক্ষ থেকে চাপ নেই। ত‌বে বন্ধু রাষ্ট্র হিসেবে সবাই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।
তিনি বলেন, বিএনপি একটি বায়াসড (পক্ষপাতমূলক) তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না। তত্ত্বাবধায়ক নামক মৃত ইস্যুকে জীবিত করতে চাই না।
রোববার সেতুভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ড সভা শেষে এক ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কা‌দের বলেন, অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় ছিলো। এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের কাম্য ছিলো না। জনগণ তা চায়নি। তখন আমাদের দলের নেতাকর্মীদের বাছাই করে তাদের ওপর হামলা করেছিল।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি পক্ষপাতমূলক সরকার। পুরো দেশের মানুষ এই ব্যবস্থায় আগে থেকেই আস্থাশীল ছিলো না। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে এটি অস্বাভাবিক ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার