ভারতের রাজস্থানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ বিমান সোমবার রাজস্থানের একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এতে ওই বাড়ির তিনজন নিহত হয়েছেন। তবে বিমানের পাইলট অক্ষত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দুর্ঘটনার পরপরই সেখানেপৌঁছেছে আর্মি হেলিকপ্টার। বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ভারতের বিমানবাহিনী। এক বার্তায় আইএফ জানিয়েছে, রুটিন প্রশিক্ষণের সময় একটি মিগ-২১ সুরতগড়ে দুর্ঘটনায় পড়ে।
Leave a Reply