আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, আজ ১০মে, বুধবার সন্ধা ৭ টায় পাথরঘাটার পৌর শহরে গনসংযোগ করেন, ৩১৫-আসনের সংসদ সদস্য, সুলতানা নাদিরা।
বাংলাদেশের ক্ষমতাশীল রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগকে, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী, গতিশীল করতে এই কর্মসূচি গ্রহণ করেন। তিনি ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করতে চায় এবং বরগুনা -২ আসনের সর্বস্তরের জনগণের পাশে থাকতে চায় তাই এমন কর্মসূচি গ্রহণ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন,পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এডভোকেট আবদুর রহমান জুয়েল। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, গোলাম মোস্তফা।পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নুরুল আমিন,পাথরঘাটা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এডভোকেট নাসির উদ্দিন সোহাগ। পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর, আবুবকর সিদ্দিক মিল্লাত, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর, রফিকুল ইসলাম কাকন। কাঠালতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহিদুল ইসলাম। রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মাঈনুল ইসলাম। কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলাউদ্দিন পল্টু। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী আন্তর্জাতিক উপ কমিটির সদস্য।
পাথরঘাটা উপজেলা যুবলীগের সহ সভাপতি , শাকিল আহমেদ শিবু। পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জহির আহমেদ সিমু। পাথরঘাটা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি, সাইফুল ইসলাম সাকিল। পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সুজন,পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি, মোঃ শাহাজাদা হাওলাদার সোহাগ এবং আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন ।
সংসদ সদস্য, সুলতানা নাদিরা জানান, তিনি সর্বস্তরের জনগণকে আস্বস্ত করেন তিনি সবসময় তাদের পাশে আছেন, থাকবেন।
তিনি সর্বস্তরের মানুষের কাছে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং সকলের কাছে দোয়ার দরখাস্ত রাখেন, যাতে তিনি সুস্থ থাকেন এবং বরগুনা -০২ আসনের সর্বস্তরের মানুষের সেবা করতে পরেন।
Leave a Reply