1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। বৃহস্পতিবার (১১ মে) রাতে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে ইন্ডিয়ান ওশান সম্মেলনে অংশ নিতে এদিন ঢাকায় আসেন সুব্রামানিয়াম জয়শঙ্কর। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আগামী ১২ থেকে ১৩ মে ঢাকায় ষষ্ঠ আন্তর্জাতিক ইন্ডিয়ান ওশান কনফারেন্স শুরু হতে যাচ্ছে। ২৫টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন।

কোভিড-পরবর্তী অবস্থা এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পিস, প্রসপ্যারেটি অ্যান্ড পার্টনারশিপ ফর আ রেসিলিয়েন্ট ফিউচার’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার