1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সমুদ্রবন্দর-উপকূলে ৮ নম্বর মহাবিপদ সংকেত - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

সমুদ্রবন্দর-উপকূলে ৮ নম্বর মহাবিপদ সংকেত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। উঁচু ঢেউয়ে ফুঁসে উঠছে উপকূল। এ কারণে দেশের সব সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার রাতে ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দর এবং উপকূলীয় ১২টি জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মোংলা বন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, কক্সবাজার ও চট্টগ্রাম এলাকার দ্বীপগুলোতে ৮-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার