ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটায় তিনটি মুজিব কেল্লা ও ১০৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া জেলেদের নিরাপদ আশ্রয়ে ফেরাতে বাংলাদেশ আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)র নেতৃত্বে নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষকে ঘূর্ণিঝড় মোখা থেকে নিরাপদে থাকতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
রবিবার ১৪ মে সকাল ৯ টার দিকে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা বাদুরতলা,রুহীতা এলাকায় প্রচার-প্রচারণা এমন চিত্র দেখা গেছে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিলিপ চন্দ্র মহেশ জানান, পাথরঘাটা উপজেলার ১০৮ টি আশ্রয় কেন্দ্রে আনসার ও ভিডিপির ৫ জন সদস্য/সদস্যা সার্বক্ষণিক জনসাধারণের নিরাপত্তার জন্য অবস্থান করছে। তবে এ উপজেলার আবহাওয়ার পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বিদায় জনসাধারণের উপস্থিতি অনেকটা কম।
Leave a Reply