ভারতে প্রতিদিনই ঘটে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা। দেশটিতে প্রায়ই মদপানে মৃত্যুর ঘটনা ঘটে। এবার ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মাদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যটির পৃথক দু’টি জেলায় এই ঘটনা ঘটে। এছাড়া বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়া ৩০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন পরিস্থিতিতে আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
বিষাক্ত মদ বিক্রির ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনার সঠিক তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। সোমবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ু রাজ্যে দু’টি পৃথক ঘটনায় কথিত বিষাক্ত মদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন রাজ্যটির ভিলুপুরম জেলায় এবং চারজন চেঙ্গলপাট্টু জেলায় মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরো ৩০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
তামিলনাড়ু পুলিশের আইজি (নর্থ জোন) কানন বলেছেন, পরিদর্শক ও উপ-পরিদর্শকসহ মোট সাত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছেন, ‘যারা মারা গেছে তারা শিল্প-কারখানার মিথানল মিশ্রিত অবৈধ মদ খেয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।’
সূত্র: এনডিটিভি
Leave a Reply