ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ আগামী শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর সামনে এ সমাবেশের আয়োজন করা হবে।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তির সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
Leave a Reply