1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বরিশালে এক মুহূর্তের ঝড়ে ঘরের সব উড়ে গেছে - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

বরিশালে এক মুহূর্তের ঝড়ে ঘরের সব উড়ে গেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ৪টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৬টি বসতঘর। এছাড়া একই সময়ের ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির লস্করপুর গ্রামে এসব ঘটনা ঘটে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

ঘর বিধ্বস্ত পরিবারের সদস্যরা জানান, মাত্র ১ মিনিটের আকস্মিক কালবৈশাখী ঝড়ে বেড়িবাঁধের বাইরে বসবাসরত সত্তার মোল্লার বসতঘরসহ নেছার ফকির, সোবহান মোল্লা ও শহীদ মোল্লার বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এ সময় অন্তত আরও ৬টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত জেলে সোবহান মিয়া জানান, রাতে এক মুহূর্তের ঝড়ে আমার ঘরের সব উড়ে গেছে। ঘরটি পুরোপুরি শেষ হয়ে গেছে। চালাও খুঁজে পাইনি। এখন আমার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মাটিতে আছি।

ঝড়ে অপর ক্ষতিগ্রস্ত নেছার ফকির জানান, কালবৈখাশী ঝড় আমার বসতঘরটি উড়িয়ে নিয়েছে। আমি খুবই গরিব মানুষ। এখন স্ত্রী সন্তানদের নিয়ে থাকার কোনো জায়গা নেই আমার। তাই সরকারের কাছে সাহায্যের দাবি জানাচ্ছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। অবশ্যই ক্ষতিগ্রস্তদের তালিকা করে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার