আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ খেলবে আফগানিস্তান। জুনে সিরিজের একমাত্র টেস্ট শেষে দেশে ফিরবে আফগানরা। এরপর আবার জুলাইয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলতে বাংলাদেশে আসবে রশিদ খানরা। তিন ভেন্যুতে হবে পূর্ণাঙ্গ এই সিরিজ।
আগামী ১৪ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট। সেই টেস্টকে সামনে রেখে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। ১১, ১২ ও ১৩ জুন ঐচ্ছিক অনুশীলন শেষে ১৪ তারিখ মূল লড়াই।
টেস্ট সিরিজ শেষে আছে বিরতি। জুলাই মাসের শুরুতে আবার বাংলাদেশে আসবে সাদা বলের আফগান দল। ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ওয়ানডে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি২০ সিরিজ।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি
একমাত্র টেস্ট: ১৪ জুন, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
প্রথম ওয়ানডে: ৫ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে: ৮ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে: ১১ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
প্রথম টি২০: ১৪ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় টি২০: ১৬ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
Leave a Reply