1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে : রাষ্ট্রপতি - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে : রাষ্ট্রপতি

  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩

অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে শেষে সেখানে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না। আমরা সংবিধানের মূলনীতিগুলোকে সমুন্নত রাখবো।

এবং এই সংবিধান অনুযায়ীই বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে এর কোনো ব্যত্যয় হবে না।
তিনি আরও বলেন, দেশে কোনো এক সময় প্রয়োজনে অনির্বাচিত সরকারের প্রয়োজন হয়েছিল। কিন্তু এখন অনির্বাচিত সরকারের কোন সুযোগ নাই। অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে।
আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান ও সকলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দীন।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, ডা. মনোয়ারুল আজিজ। বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে, পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার