আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত অন্তত ১৫টি দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনায় বসেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত হন। এতে আমন্ত্রণ জানানো হয়েছিল ২৭টি দেশকে। আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় আইএমওর নির্বাচনে মহাসচিব পদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মইন উদ্দিন আহমেদকে।
আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা, নৌবাণিজ্য এবং নৌ চলাচলে পরিবেশ দূষণ রোধে কর্মপন্থা গ্রহণের সুপারিশ করে থাকে জাতিসংঘের সংস্থা আইএমও। সোমবার বিশেষ কয়েকটি দেশের বাড়তি প্রটোকল প্রত্যাহারের পর এসকর্ট ছাড়াই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢুকেছেন যুক্তরাজ্য ও জাপানের রাষ্ট্রদূত।
Leave a Reply