আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ। ‘পাওয়ার অব মিউজিয়াম’ প্রতিপাদ্য নিয়ে এবার উদযাপিত হচ্ছে দিবসটি। সারাবিশ্বের সাথে বাংলাদেশেও পালিত হচ্ছে জাদুঘর দিবস।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে বিশেষ র্যালি বের করা হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে।
এই র্যালির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এরপর কেক কাটা হয়। রয়েছে বিশেষ সেমিনারও।
বিশেষ এ দিবসে জাদুঘরের তাৎপর্য তুলে ধরা হয়। যাতে ছাত্র, শিক্ষক, গবেষক ও পণ্ডিত ব্যক্তিদের গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবং নাগরিকরা তার আপন ঐতিহ্য সম্পর্কে ভাবতে শেখেন।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে ১৯৭৭ সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়। সেই থেকে প্রতিবছর দিবসটি উদযাপিত হয়ে আসছে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইসিওএম)। এর সদস্য হিসেবে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮০টি দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে।
Leave a Reply