সরকার পতনের অংশ হিসেবে সারাদেশে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ২৩ মে এবং ২৮ মে দেশের সকল মহানগরে ১০ দফা দাবিতে পদযাত্রা করবে দলটি।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান।
কর্মসূচিতে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারসহ ১০ দফা দাবি তুলে ধরে ২৩ মে এবং ২৮ মে ঢাকা ছাড়া দেশের সকল মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
এসময় অভিযোগ করে রিজভী বলেন, প্রশাসন ও দেশি-বিদেশি ষড়যন্ত্রে বিগত দুটি একতরফা নির্বাচনে ক্ষমতায় টিকে থাকলেও এবার আর সম্ভব হচ্ছে না। সেটা বুঝতে পেরেই ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন।
রিজভী দাবি করেন, নিজেদের পতন আতঙ্কে বেপরোয়া নতুন ষড়যন্ত্রে মেতেছে সরকার। অবৈধভাবে ক্ষমতায় যেতে পারবে না জেনে সরকার প্রধান এখন আবোল তাবোল বকছেন। ২০১৪-১৮ সালের মতো ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া এবার আর হচ্ছে না।
Leave a Reply