বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজেও জানতাম না কমিউনিটি ক্লিনিকের বিষয়ে প্রস্তাবটি কখন জাতিসংঘে উত্থাপিত হয়েছিল। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আমাকে অবহিত করেছিলেন।
তিনি আরো বলেন, যেসব দেশ কমিউনিটি ক্লিনিকের প্রস্তাবটির কো-স্পন্সর ছিল, তারাসহ জাতিসংঘের সবগুলো সদস্য দেশ সর্বসম্মতভাবে এটিকে সমর্থন করেছে।
শেখ হাসিনা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছে। কমিউনিটি ক্লিনিকগুলোকে কেন্দ্র করে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
Leave a Reply