বরগুনার পাথরঘাটায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক বসতবাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ মে) রাত ৯টার দিকে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। এই ঝড় স্থায়ী ছিল ৫ মিনিট। এ সময় ঝড়ের তাণ্ডবে আমড়াতলা, কাকচিড়া, লেমুয়া, হাতেমপুর, টেংরা ও পদ্মা ভাঙনসহ কমপক্ষে ১০ গ্রামের মানুষের ক্ষতি হয়। প্রবল বেগে বয়ে চলা বাতাসে উড়ে গেছে ঘরের চালা। লণ্ডভণ্ড হয়েছে ঘরের আসবাবপত্র। ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসবাস করছে খোলা আকাশের নিচে।
পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের বাসিন্দা জহির বলেন, রাতে হঠাৎ করে পশ্চিম দিক থেকে শোঁ শোঁ শব্দ করে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। বর্তমানে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।
এ সময় এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ান প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলুর সহধর্মিণী বর্তমান মহিলা এমপি সুলতানা নাদিরা।
কালমেঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের মহিলা এমপি সুলতানা নাদিরা তিনি অতন্ত্য আন্তরিক, মমতাময়ী, দানশীল এবং দ্বায়িত্বশীল। তিনি এই পাথরঘাটর মানুষকে নিয়ে ভাবেন। আমাদের এই কালমেঘা ইউনিয়নে বেশ কিছু বসতবাড়ি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় তারা খোলা আকাশের নিচে বসবাস করতে ছিলো এ খবর শুনে মহিলা এমপি তাদের জন্য আর্থিক সহযোগিতা পাঠান এবং সেটা আমি এবং কালমেঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওহীদ উল্লাহ দীপু ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি।
সুলতানা নাদিরা জানান, তিনি তার পাথরঘাটা মানুষের এমন দুঃসংবাদ শুনে দুঃখ প্রকাশ করেছেন এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে জন্য আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন।
Leave a Reply