1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সৌদি সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

সৌদি সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩

প্রায় এক যুগ পর সৌদি আরবে সরকারি সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সম্প্রতি সিরিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উন্নয়নের জেরে এই সফর গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
বৃহস্পতিবার (১৮ মে) সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। সংবাদমাধ্যম আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।

এর আগে সানা জানায়, প্রেসিডেন্টের কার্যালয় এই সফর উপলক্ষে একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল-আসাদ আরব লীগের ৩২তম সম্মেলনে যোগ দিতে জেদ্দার উদ্দেশে দামেশক ত্যাগ করবেন।

শুক্রবার (১৯ মে) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লীগের বৈঠকে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট।

সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করতে সম্মত হয়। পরবর্তীকালে সৌদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল-আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্টের এই সৌদি সফরে।

গত এক দশকের সংঘাত ও আরব লীগ থেকে দামেস্ককে বহিস্কার করার পর সিরিয়ার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার