1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
রুশ অধিকৃত গ্রামে ইউক্রেনের হামলা, নিহত ৮ - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

রুশ অধিকৃত গ্রামে ইউক্রেনের হামলা, নিহত ৮

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে চরম উত্তেজনা। বর্তমানে দেশ দুটির মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এবার রাশিয়ায় একটি গ্রামে হামলা চালায় ইউক্রেন।
রাশিয়ার অধিকৃত অঞ্চলে ইউক্রেনের এই হামলা ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরো ১৭ জন। এই হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অধিকৃত অঞ্চলে এ হামলা চালায় ইউক্রেন বলে দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার খেরসন অঞ্চলের একটি গ্রামে চালানো হামলায় গোলাবর্ষণে পাঁচ বছরের এক ছেলেসহ তিনজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন। জেলেনিভকার একটি দোকানের বাইরে শেল বিস্ফোরণের পর তারা নিহত হন।

আলেক্সি কুলেমজিন ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করে বলেন, শুধু বুধবারই শহরে ১৬৩টি শেল এবং ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, আহতদের মধ্যে একটি ১৩ বছর বয়সী শিশু রয়েছে।

ইউক্রেনের পূর্বে অবস্থিত শহরটি ২০১৪ সাল থেকে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিস্তৃত দোনেৎস্ক অঞ্চলটি গত বছর রাশিয়া কর্তৃক অবৈধভাবে সংযুক্ত করেছে।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার