1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
জি-৭ সম্মেলনে ‘পরমাণু অস্ত্রবিহীন' বিশ্বের আহ্বান নেতাদের - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

জি-৭ সম্মেলনে ‘পরমাণু অস্ত্রবিহীন’ বিশ্বের আহ্বান নেতাদের

  • প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩

গতকাল জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হল জি-৭ সম্মেলন। এই সম্মেলনে যোগ দেন বিশ্বের ৭টি দেশের প্রেসিডেন্ট ও প্রতিনিধিরা। তারা শান্তি বজায় রাখতে বিশ্বে ‘পরমাণু অস্ত্রবিহীন’ করার আহ্বান জানায়।
রাশিয়া, ইরান, চীন এবং উত্তর কোরিয়ার প্রতি তারা পারমাণবিক সম্প্রসারণ বন্ধ করতে বলেছেন। একইসঙ্গে তারা এই দেশগুলোকে পরমাণু হ্রাস উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

জি-৭ নেতারা এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার পারমাণবিক বাগ্মিতা এবং বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের অভিপ্রায় ‘বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য’। রাশিয়ার উচিত নিউ স্ট্যার্ট চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নে ফিরে আসা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে ফেলা পারমাণবিক বোমার ভয়াবহতার শিকার হয়েছিল জাপানের হিরোশিমা শহর। সেই শহরে শুক্রবার সকালে শুরু হয় বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলন।

এই সম্মেলনে আগামীকাল শনিবার যোগ দেবেন জি-৭-এর আউটরিচ নামে পরিচিত আরও আট দেশের নেতারা। এই তালিকায় রয়েছে—ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশ।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার