1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
মেক্সিকোতে কার রেসিং শোতে বন্দুক হামলা, নিহত ১০ - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

মেক্সিকোতে কার রেসিং শোতে বন্দুক হামলা, নিহত ১০

  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে কার রেসিং শোতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৯ জন।
স্থানীয় সময় শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কার রেসিং অনুষ্ঠানে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

স্থানীয় পৌর সরকারের বরাতে রয়টার্স জানায়, শনিবার স্থানীয় সময় দুপুরে মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার-শোতে এই বন্দুক হামলা হয়, এতে কমপক্ষে ১০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

মেক্সিকোর এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলা হয়। ৯১১ তে রিপোর্ট অনুযায়ী, দুপুর সোয়া ২টার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর এলোপাতারি গুলি করতে শুরু করে।

শহরের মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ এ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।

প্রতিবেদনে বলা হয়, মিউনিসিপ্যাল ​​ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার