Warning: Creating default object from empty value in /home/dainikprothompro/public_html/wp-content/themes/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ইতিহাসের পাতায় ২১ মে’র উল্লেখযোগ্য ঘটনা - দৈনিক প্রথম প্রহর
  1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ইতিহাসের পাতায় ২১ মে’র উল্লেখযোগ্য ঘটনা - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ২১ মে’র উল্লেখযোগ্য ঘটনা

  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩

আজ ২১ মে, ২০২৩ শনিবার। ৭ জ্যৈষ্ঠ, ১৪৩০। ৩০ শাওয়াল, ১৪৪৪ হিজরি।
২১ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪১তম দিন। বছরটি শেষ হতে আরো ২২৪ দিন বাকি রয়েছে।
ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি

১৫০২: জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।
১৭৪৪: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু।
১৮৪০: ক্যাপ্টেন হবসনের নিউজিল্যান্ডে ব্রিটিশ সার্বভৌমত্ব দাবি।
১৮৫১: অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়।
১৮৭৭: দশম রুশ-তুরস্ক যুদ্ধ শুরু।
১৯০৪: ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত।
১৯৩৮: বেঙ্গল মোশন পিকচার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬: প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ।
১৯৭৪: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তি স্বাক্ষর।
১৯৯০: ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেন এবং উত্তর ইয়েমেন রিপাবলিক অব ইয়েমেন নামে একত্র হতে সম্মত হয়।
১৯৯১: ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গান্ধীর জ্যেষ্ঠপুত্র রাজীব গান্ধী মাদ্রাজে এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
১৯৯৪: ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৭: ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের বিশ্ব রেকর্ড।
১৯৯৮: ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণআন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন।
২০০৩: এক ভয়াবহ ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোক নিহত হয়।
২০০৬: বাংলাদেশে সাবমেরিন ক্যাবল সিস্টেমের উদ্বোধন হয়। এ ক্যাবলের সঙ্গে বিশ্বের ১৪টি দেশ যুক্ত রয়েছে।

জন্ম

১৬৮৮: ইংরেজ কবি আলেকজান্ডার পোপ।
১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তী।
১৮৪৪: ফরাসি চিত্রশিল্পী আঁরি রুশো।
১৮৬০: হৃদ্‌রোগ চিকিৎসায় ইলেকট্রোকার্ডিওগ্রাফির প্রবর্তক ওলন্দাজ চিকিৎসক উইলিয়াম আইটোফেন ডাচ।
১৯২১: সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নমতাবলম্বী এবং মানবাধিকার কর্মী আন্দ্রে শাখারভ।
১৯৭৫: রব জেনকিনস, বিখ্যাত অস্ট্রেলিয়ান অভিনেতা।

মৃত্যু

১৯১১: স্কটল্যান্ডের জ্যোতির্বিদ উইলিয়ামিনা ফ্লেমিং।
১৯২০: গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু।
১৯২৬: ফ্রিডরিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯৪৯: জার্মান লেখক ক্লাউস মান।
১৯৯১: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি রাজীব গান্ধী।
১৯৯৪: মাসিক সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন।

দিবস ও অন্যান্য

বিশ্ব মেডিটেশন দিবস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার