1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সার্ভার হ্যাক করে কোটি টাকা আত্মসাৎ, র‌্যাবের জালে ধরা ৬ প্রতারক - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

সার্ভার হ্যাক করে কোটি টাকা আত্মসাৎ, র‌্যাবের জালে ধরা ৬ প্রতারক

  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩

‘বিআরটিএ’-এর সার্ভার হ্যাক করে গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
চক্রটির মূলহোতা কম্পিউটার প্রকৌশলী শাহরিয়ার ও তার অন্যতম সহযোগী আজিম। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বিআরটিএ’এর সার্ভার হ্যাক করে গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অপরাধে ছয় জনকে আটক করা হয়েছে।

সোমবার কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার