1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন

  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানার ওসি বরাবর এ আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

ওই আবেদনপত্রে তিনি লেখেন, গত ২০ মে সংবাদ মাধ্যমের খবরে দেখা যায়, ১৯ মে রাজশাহীতে বিএনপির এক অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক পাকিস্তানি আইএসআই’র গুপ্তচর জেনারেল জিয়ার দোসর আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়। সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই দেশদ্রোহীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক)/৫০৬ ধারায় অভিযোগ দায়ের করলাম।
তিনি এই আবেদনকে এজাহার হিসেবে গণ্য করে চাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার