ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে গাজীপুর সিটি করপোরেশন নতুন মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। অর্থাৎ জায়েদা খাতুন ১৬ হাজার ১৯৭ ভোটে বেশি পেয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
ভোটগ্রহণ শেষে জেলা পরিষদ ভবনে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’থেকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ফল ঘোষণা শুরু করেন। মধ্যরাতে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসে।
Leave a Reply