প্রথমবারের মতো নিজের তৈরি শ রকেট দিয়ে কক্ষপথে একটি বাণিজ্যিক গ্রেড স্যাটেলাইট স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। গতকাল বৃহস্পতিবার এ মাইলফলক স্পর্শ করে কোরিয়া। কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের পর দেশটির বিজ্ঞান মন্ত্রী বলেছেন, মহাকাশ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার উচ্চাকাঙ্ক্ষায় এটি একটি বড় অগ্রগতি।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী লি জং-হো বলেছেন, এশীয় প্রতিবেশীদের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার উচ্চাকাঙ্ক্ষায় এটি একটি বড় অগ্রগতি।
নুরি রকেটটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে নারো স্পেস সেন্টার থেকে উত্তোলন করা হয়।
তিনি আরও বলেন, স্যাটেলাইট নূরির তৃতীয় উত্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটি ৪৭ মিটার (১৫৫ ফুট) লম্বা এবং ২০০ টন ওজনের ছিল খরচ হয়েছে প্রায় দুই ট্রিলিয়ন ওয়ান (১.৫ বিলিয়ন ডলার)।
Leave a Reply