1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
মালয়েশিয়ায় ১৬২ অভিবাসী আটক, ১১৮ জন বাংলাদেশি - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

মালয়েশিয়ায় ১৬২ অভিবাসী আটক, ১১৮ জন বাংলাদেশি

  • প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী নির্মাণশ্রমিককে আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। অগত ২৫ মে বিকেলে রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে ডিবিকেএলসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ইন্টিগ্রেটেড অপারেশন চালিয়ে তাদের আটক করে।

পরদিন ২৬ মে ডিবিকেএল তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, অভিযানে অভিবাসীদের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ১২৬ জন নির্মাণশ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

ডিবিকেএলের পরিচালনায় অভিযানে আরও ছিল রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট।

ফেডারেল টেরিটরি অব কুয়ালালামপুরজুড়ে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী অবৈধ অভিবাসীদের আটকে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে ডিবিকেএল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার