1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
দ্বিতীয় স্বামীর সহায়তায় তৃতীয় স্বামীকে হত্যা, গ্রেফতার গৃহবধূ - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

দ্বিতীয় স্বামীর সহায়তায় তৃতীয় স্বামীকে হত্যা, গ্রেফতার গৃহবধূ

  • প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

দ্বিতীয় স্বামীর সহায়তায় তৃতীয় স্বামীকে হত্যা ঘটনায় উম্মে হাবিবা কনা নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকাল ৯টার দিকে যশোরের অভয়নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালের ৫ জুলাই টাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দিন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর থেকে র‍্যাব এ মামলার ছায়া তদন্ত করে আসছে।

তিনি আরে জানান, তদন্তে এ হত্যাকাণ্ডে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আসলামের স্ত্রী উম্মে হাবিবা কনা যশোরের অভয়নগরে আত্মগোপনে রয়েছেন। এরপর বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কনা তার স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

হাবিবা র‌্যাবকে জানান, টাকা পয়সা আত্মসাতের কারণে তিনি একাধিক বিয়ে করেন। নিহত আসলাম তার তৃতীয় স্বামী। টাকা পয়সা আত্মসাতের পর দ্বিতীয় স্বামীর সহযোগিতায় তাকে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয়। আসামিকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার