ভ্যালেন্টাইনস দিবস উপলক্ষে রিসোর্টে গিয়ে অনৈতিক কাজের অভিযোগে গ্রেফতার হয়েছেন ১০ তরুণ-তরুণী। মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা বাঘের বাজার এলাকায় পুষ্পদাম রিসোর্ট থেকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে পাঁচজন তরুণ ও পাঁচজন তরুণী।
গ্রেফতারকৃত তরুণরা হলেন: গাজীপুরের বাসন থানার নলজানী এলাকার ফারুক হোসেন, বাসন থানার চাঁনপাড়া এলাকার মো. ওসমান গণি, ময়মনসিংহের ভালুকা থানার আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া থানার শাহ আলম এবং কলমাকান্দা থানার কামাল হোসেন।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ‘ভ্যালেন্টাইনস দিবস উপলক্ষে ফূর্তি করতে রিসোর্টে গিয়েছিলেন ১০ তরুণ-তরুণী। তবে নারীরা ছিলেন বিবাহিতা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply