যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে গুলির ঘটনায় একজন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের এল পাসো শহরে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের বলেন, একজন সন্দেহভাজন হেফাজতে রয়েছে। অন্য একজন সম্ভাব্য সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। তবে কী কারণে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।
গোমেজ বলেন, ‘মলে গুলি চালানোর ঘটনার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। লোকেরা আতঙ্কে ছোটাছুটি করছিল।’
আরো পড়ুন>> ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর দুই শিশু-মা জীবিত উদ্ধার
নিউজ ভিডিওতে দেখা গেছে যে, পার্কিং লট টহল গাড়িতে ভরা, সেগুলোর আলো জ্বলছে। নিরাপত্তাবাহিনী মলটি পরিষ্কার করছে। তারা নমুনা সংগ্রহ করছে। আহতদের অবস্থা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান স্থানীয় পুলিশের মুখপাত্র।
সেইলো ভিস্তা মলটি ওয়ালমার্ট স্টোরের পাশে। এখানে ২০১৯ সালের ৩ আগস্টে একজন বন্দুকধারী ২৩ জনকে হত্যা করেছিল।
Leave a Reply