ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ছাগলে শিম গাছ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, মারামারিতে ইশরাক হোসেন নামে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত রোজিনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত আসামি ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, উপজেলার বাঘবেড় ইউপির সামান্তখিলা গ্রামে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুলাল মিয়ার স্ত্রী জায়েদা খাতুনের সঙ্গে মারামারি হয় প্রতিবেশি রোজিনা খাতুনের।
এ সময় রোজিনা খাতুন বাঁশের লাঠি দিয়ে জায়েদাকে আঘাত করলে তার কোলে থাকা তিন মাসের শিশু ইশরাক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশুকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন বুধবার রাতে তার মৃত্যু হয়।
ওসি টিপু সুলতান জানান, এ ঘটনায় অভিযুক্ত অনুতপ্ত। তাই তিনি স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Leave a Reply