পাথরঘাটা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জামাত নেতা আব্দুর রব অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে পাথরঘাটা কলেজের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন তাকে দায়িত্ব দিয়েছেন। এ ঘটনাসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিধি লঙ্ঘন, এক প্রতিষ্ঠানের দুই বিভাগ থেকে দায়িত্ব ভাতাগ্রহণসহ নানা অনিয়মের অভিযোগে অবসরে যাওয়ার একদিন আগেই শোকজ নোটিশ দেয়া হয়েছে পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন।
অধ্যক্ষ পদে দায়িত্ব নেওয়ার আগে আব্দুর রব পাথরঘাটা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বরগুনা জেলা জামাতের রোকন পদে রয়েছেন।
সোমবার (১৩ ফেরুয়ারি) এ সংক্রান্ত একটি শোকজের নোটিশ দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কলেজে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুফল চন্দ্র গোলদার। সকল বিষয়ে যথাযথ জবাব প্রদান সাপেক্ষে তিন দিনের মধ্যে মনোনীত শিক্ষকের নিকট দায়িত্বভার হস্তান্তরের নির্দেশও প্রদান করা হয়।
কারণ দর্শানো নোটিশে উলেখ করা হয়, রোববার (১২ ফেব্রুয়ারি) পাথরঘাটা কলেজ পরিচালনা কমিটির সভাপতির অনুপস্থিতিতে কমিটির সভা পরিচালনা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন বেতন ভাতাসহ কলেজ তহবিল হতে দায়িত্ব ভাতা হিসেবে অতিরিক্ত অর্থ নেয়া এবং সমাজবিজ্ঞান বিভাগ থেকে অতিরিক্ত দায়িত্ব ভাতা গ্রহণ করা, সমাজবিজ্ঞান বিভাগে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের জন্য রুম আধুনিকায়ন, এইচ,এস,সি পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের কাছ থেকে কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা বাবদ উত্তোলন ৪৪ হাজার ৫০০ টাকার ব্যয় বিবরণী দাখিলসহ নানা অনিয়মের অভিযোগে পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনকে শোকজ করেছেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।
এর আগে মোটা অংকের বিনিময়ে পছন্দের ব্যক্তিকে নিয়োগ সহ নানা অনিয়মের অভিযোগে বরগুনার পাথরঘাটা কলেজে অধ্যক্ষ, ল্যাব সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পরীক্ষা বৃহস্পতিবার (৯ ফেরুয়ারি) সাময়িক স্থগিত করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি। শুক্রবার (১০ ফেরুয়ারি) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কলেজ ব্যবস্থপনা কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট জাবির হোসেন বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন চাকরি থেকে অবসরে যাওয়ার আগেই মোটা অংকের টাকা নিয়ে তরিঘরি করে নিয়োগ পরীক্ষার আয়োজন করে যা আমার লিখিত অভিযোগের ভিত্তিততে তা স্থগিত করা হয়। শোনা যাচ্ছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একজন জামায়াত নেতাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, কলেজ ব্যবস্থাপনা কমিটির মধ্যে আওয়ামী লীগের সদস্য থাকলেও জামাতকে প্রতিষ্ঠিত করছেন বলে তিনি মনে করেন।
অভিযোগের বিষয়ে বিদায়ী অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে কল করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পাথরঘাটা কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, অধ্যক্ষ পদে থেকে দুই বিভাগের সম্মানী নেয়াসহ কৃষি বিষয়ে ব্যবহারিক পরীক্ষার টাকা আত্মসাতের অভিযোগে এ শোকজ করা হয়েছে। তবে আজ বুধবার থেকে অধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। কেউ যদি জোর করে দায়িত্ব নেন তবে তা হবে অবৈধ।
Leave a Reply