রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়ায় বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অসিত বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত অসিত কুমার সরকার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া হায়দারপুর গ্রামের রনজিৎ সরকারের ছেলে।
ওই শিশুর মা বলেন, গত ১৫ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকায় অসিত কুমার আমাদের বাড়িতে আসেন। তখন ঘরের মধ্যে আমার মেয়েকে একা পেয়ে বরই খাওয়ানোর প্রলোভন দেখান তিনি। তখন আমার মেয়ে তার কাছে গেলে ধর্ষণের চেষ্টা চালান অসিত। এ সময় আমার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় অসিতের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা করেছি।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের করা মামলায় আসামি অসিত কুমারকে গ্রেফতার কররা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply