1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগের মো. রাকিবুল হাসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাকিবুল হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল বাতেন চৌধুরী ৷

জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ১১তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়। রাকিবুল সরকারি বিএল হাইস্কুল, সিরাজগঞ্জ থেকে এসএসসি এবং উল্লাপাড়া সাইস কলেজ থেকে এইচএসসি পাশ করে।

রাকিবুলের সহপাঠী সূত্রে জানা যায়, বরিশালে থাকা অবস্থায় রাকিবুলের জ্বর হয়েছিল। তখন কোনো হাসপাতালে ভর্তি না হয়ে ফার্মেসী থেকে এনে সাধারণ জ্বরের ওষুধ খেয়েছিল। অল্প কয়েকদিন পর বাড়ি চলে যায়।

আরেক সহপাঠী বলেন, আমরা আজ জুম্মার নামাজের পর রকিবুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করবো।

এদিকে রাকিবুল হাসানের এমন অকাল মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার