1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
এক কিশোর ও এক নারীকে ভূমিকম্পের ১০ দিন পর জীবিত উদ্ধার - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

এক কিশোর ও এক নারীকে ভূমিকম্পের ১০ দিন পর জীবিত উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কের কাহরামানমারাস ও হাতায় প্রদেশ থেকে এক নারী ও এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর ১০ ঘণ্টা আগে কাহরামানমারাস প্রদেশ থেকে ১৭ বছর বয়সের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়। এমনটি জানিয়েছে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ।

ভূমিকম্পের ২৫৮ ঘণ্টা পর কাহরামানমারাস প্রদেশে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়।

নেসলিহান কিলিক নামের ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে উদ্ধারের খবর সরাসরি সম্প্রচার করেছে তুরস্কের টিভি চ্যানেল এনটিভি।
অন্যদিকে, ভূমিকম্পের ১০ দিন পর হাতায়া প্রদেশের আন্তাকিয়া শহর থেকে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। ১২ বছরের কিশোর ওসমান উদ্ধার হওয়ার আগে ২৬০ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন।

গত ৬ ফেব্রুয়ারিতে হওয়া এই ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা অন্তত ৩৮ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে। আর প্রতিবেশী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮শ জনে।

দুই দেশ মিলে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৪৪ হাজারে। এখনও বহু মানুষ নিখোঁজ হয়ে আছে। দুই দেশ মিলে ঠিক কত মানুষ নিখোঁজ, তা এখনও জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার