1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় বখাটের খপ্পরে ৯ বছরের শিশু, কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

পাথরঘাটায় বখাটের খপ্পরে ৯ বছরের শিশু, কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

পাথরঘাটার ১নং রায়হানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চারোকখোলা গ্রামের বাসিন্দা কামাল সিকদারের বখাটে ছেলে শাকিল প্রতিবেশী শামীমের ৯ বছরের কন্যা সন্তান মিমকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো, গত মঙ্গলবার মিম অন্য এক প্রতিবেশীর বাসা থেকে গরুর দুধ ক্রয়ের জন্য গেলে প্রতিবেশি বখাটে শাকিল মিমকে কোলে তুলে নিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকে এবং ২০ টাকা দিবে বলে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
এক পর্যায়ে মিম চিৎকার করলে বখাটে শাকিল তার মুখ চেপে ধরে এবং অন্য এক প্রতিবেশীর গৃহবধূর উপস্থিতি টের পেয়ে ছেড়ে দেয়,
বিষয়টি মিম তার বাসায় গিয়ে মাকে জানালে মিমের মা বখাটে শাকিলকে জিজ্ঞাসা করলে বখাটে শাকিল তাদের বাড়িঘর উড়িয়ে দিবে বলে নানা ধরনের হুমকি প্রদান করে।
অসহায় গরিব দিনমজুর মিমের পিতা শামীম নিরুপায় হয়ে এলাকার ইউপি সদস্যকে অভিহিত করেন, ইউপি সদস্য ও নারী ইউপি সদস্য মিলে রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল ইসলামের নিকট লিখিত অভিযোগ করেন।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় রূপ নিলে সমাজের বিভিন্ন পেশার লোকজন ও গণমাধ্যম কর্মীরা বখাটে শাকিলের পিতা কামাল শিকদারের সাথে সাক্ষাৎ করলে তিনি ষড়যন্ত্র বলে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে অভিযোগ করে এড়িয়ে যান।

এর পূর্বেও বখাটে শাকিল এর বিরুদ্ধে রয়েছে একাধিক ইভটিজিংসহ এলাকার হাঁস-মুরগি ও নারিকেল সুপারির চুরি ও মাদক সেবনের অভিযোগ রয়েছে।
এলাকার বিভিন্ন পেশাজীবীর মানুষ বখাটে শাকিলের পিতা কামাল শিকদার একজন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা এলাকার তাদের প্রভাব প্রতিপত্তি রয়েছে বলে তাদের আতঙ্কে সহজে কেউ মুখ খুলতে চাচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার