নীলফামারী-২ (সদর) আসনের এমপি আসাদুজ্জামান নূর বলেছেন,বৈশ্বিক সংকট সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।
শুক্রবার বিকেলে শহরের শহিদ মিনার চত্বরে সদর উপজেলায় আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন অভিযানের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে সদস্য সংগ্রহ করে দলকে সু-সংগঠিত করতে হবে। এভাবে সংগঠিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে হবে। আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে দলকে সুসংগঠিত করে দেশ বিরোধী শক্তি সমূহকে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাফিজুর রশীদ মঞ্জু, অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের তিন সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply