1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
উত্তরায় মেট্রোরেলের স্টেশন খুলবে শনিবার - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

উত্তরায় মেট্রোরেলের স্টেশন খুলবে শনিবার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন খুলছে শনিবার
যাত্রী চলাচলের জন্য প্রস্তুত মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’

দেশের প্রথম মেট্রোরেলের আরো একটি স্টেশন যাত্রীদের চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে উন্মুক্ত হচ্ছে ‘উত্তরা সেন্টার’ স্টেশন। এ নিয়ে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও ও পল্লবী স্টেশনের পর চতুর্থ স্টেশন হিসেবে খুলছে মেট্রোরেলের এ স্টেশনটি।
শুক্রবার সরেজমিন দেখা গেছে, যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত করতে শেষ প্রস্তুতি হিসেবে ‘উত্তরা সেন্টার’ স্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, শনিবার আমাদের অপারেশন টিম উত্তরা সেন্টার স্টেশন খুলে দেবে। বর্তমানে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে। প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রেরেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রোরেল ব্যবহারে এরই মধ্যে অভ্যস্ত হয়ে গেছে।

এদিকে জনবহুল এলাকা মিরপুর-১০ এ মেট্রোরেলের স্টেশন আগামী ১ মার্চ থেকে খুলে দেওয়া হবে। সেটি হবে পঞ্চম স্টেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার