1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
তারেক রহমান বিএনপিকে অক্ষম-দুর্বল করে ফেলছেন - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

তারেক রহমান বিএনপিকে অক্ষম-দুর্বল করে ফেলছেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপিতে একটি বলয় তৈরি করেছেন লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বলয় ভেঙে বেরিয়ে আসতে পারছে না দলটি। বিএনপির নীতি-নির্ধারণী সব সিদ্ধান্ত, আন্দোলন-কর্মসূচিসহ সব পরিকল্পনা আসে লন্ডন থেকেই। এ অবস্থায় কূল-কিনারা না পেয়ে নির্বিকার ভূমিকা পালন করছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। দিনদিন অক্ষম-দুর্বল হয়ে পড়ছে বিএনপি।
এদিকে তারেক রহমানের একক কর্তৃত্ব মেনে নিতে পারছেন না বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন- বিএনপি মূলত তিন ভাগে বিভক্ত। তৃণমূল, সাংগঠনিক ও রাজনৈতিক নেতৃত্ব। সব বিষয়েই শুধুমাত্র তারেক রহমান কর্তৃত্ব করছেন, যা দলের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। বিদেশে বিলাসী জীবনযাপন করে তারেক দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনোভাবেই বুঝতে পারবেন না। ফলে তার দেওয়া সিদ্ধান্তও বিএনপির জন্য ভালো কিছু বয়ে আনবে না।

বিএনপি নেতারা আরো বলেন, দলের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। এ কারণে তারা নির্বিকার থেকে শুধুমাত্র তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। এতে বিএনপি দিনদিন আরো অক্ষম হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। এমনকি সম্মেলন করার মতো আর্থিক অবস্থাও নেই। ফলে পিছিয়ে যাচ্ছে শরিক দলগুলোও। এ পরিস্থিতিতে তারেক রহমান দেশে চাঁদাবাজি-মনোনয়ন বাণিজ্য করে সেই টাকায় লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন। যা বিএনপিরকে দিনদিন দুর্বল করে দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার