কক্সবাজারের চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মাইমুন আক্তার লাকী নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার সাহারবিল ইউপি ২ নম্বর ওয়ার্ড আব্দুল মতলব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ১৫ বছরের মাইমুন আক্তার লাকী ওই গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে ও সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে পড়াশোনা নিয়ে মাইমুনকে বকাবকি করেন মা রেনুয়ারা বেগম। পরে মায়ের ওপর অভিমান করে সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন মাইমুন। এদিকে দুপুরে ভাত খাওয়ার জন্য মেয়েকে ডেকেও কোনো সাড়া পাননি মা। একপর্যায়ে ঘরে গিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলে আছে মাইমুন।
এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ফাঁস থেকে নামিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন স্কুলছাত্রী মাইমুন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।
Leave a Reply