বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে প্রদীপ নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আজ ১৮ ফেব্রুয়ারী রোজ শনিবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে
চরদুয়ানী ইউনিয়নের হাফিজপুর গ্রামের ১নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিহত প্রদীপের বসত বাড়ির পিছনে জঙ্গলে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
মৃত্যু প্রদীপের সজনরা জানান, তার মৃত্যুর কোনো কারণ একখ পর্যন্ত জানতে পারেনি। তবে গত ৩ দিন থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার একটি চিরকুটে লিখে গিয়েছেন তিনি তাদের হিন্দুসম্প্রদয়ের একটি অনুষ্ঠানে যাবেন।এবং কারো কাছে কিছু না বলে চলে যায়।
প্রদীপের বড় ভাই জানান, বৃহস্পতিবার থেকে অনেক খোঁজার পড়েও কোনো সন্ধান পাওয়া যায়নি প্রদীপের। আজ দুপুরে বাহিরে যাওয়ার পর হঠাৎ গাছের দিকে চোখ পড়ে আমার, তখন দেখতে পাই আমার ছোট ভাই প্রদীপ গাছের ডালে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতেছে, ‘ আমি চিৎকার করি এবং লোকজন ডাকি। এরপরে তারা পাথরঘাটা থানা পুলিশকে বিষয়টি জানায়।
পরবর্তিতে পুলিশ কর্মকর্তারা এসে গাছ থেকে ঝুলন্ত লাশকে নিচে নামায়।
বাবা মারা যাওয়ার পরে বড় ভাই লালন পালন করে প্রদীপকে। জানাযায়,দুই ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক ছিলো তবে প্রদীপ ছিলো খুবই সহজ সরল।এলাকার লোকজন জানায় প্রদীপের মাথায় কিছুটা সমস্যা ছিলো।
Leave a Reply